মানিকগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংর্ঘষে নিহত ১
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪
মানিকগঞ্জের ঘিওরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংর্ঘষে সাবেক ছাত্রদল নেতা লাবলু আহমেদ (৩৭) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
নিহত লাবলু আহমেদ ২০০৩ সালে ঘিওর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিগত চার মাস আগে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে দেশে ফিরে লাবলু আহমেদ ফের বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।
নিহত লাবলু কুস্তা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। আহতরা হলেন, কুস্তা গ্রামের মৃত দীন ইসলামের ছেলে রাহাদুজ্জামান খান ও একই গ্রামের শওকত আলীর ছিলে হিমেল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে লাবলুর উপর হামলা চালায়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু। এ সময় লাবলু ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত একজনকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে এক বিএনপি নেতা মারা গেছেন। কয়েকজন আহত আছে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
আফ্রিদি আহাম্মেদ / এমজে