Logo
Logo

সারাদেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতার মুক্তি দাবিতে গণমিছিল

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪১

কিশোরগঞ্জে বিএনপি নেতার মুক্তি দাবিতে গণমিছিল

কিশোরগঞ্জের ইটনা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান আকন্দের মুক্তির দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ আদালতের সামনে থেকে শুরু এ গণমিছিল শুরু হয়। এ সময় তাদের হাতে খালেদা জিয়া ও তারেক রহমানের বিভিন্ন প্ল্যাকার্ড লেখা ছিল। সেই সাথে চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ও ডিবি হারুনের হাস্যোজ্জল গলাগলির ছবির প্ল্যাকার্ড ছিল।

আতাউর রহমান আকন্দের মামলার তথ্যে জানা যায়, রানা চৌধুরী নামক একটি ফেইক ফেসবুক আইডি থেকে প্রতিনিয়ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে নানা অপ্রপ্রচার ও মানহানিকর বিষয় পোস্ট করা হতো। বিষয়টি নিয়ে জয়সিদ্ধি ইউনিয়ন চেয়ারম্যান ইটনা উপজেলা বিএনপির সহসভাপতি মনির উদ্দীন ইটনা থানায় সাইবার ক্রাইম আইনে আতাউর রহমানসহ দুইজনকে আসামি করে মামলা করেছেন। সেই মামলায় আতাউর রহমান আকন্দসহ দুইজনকে ইটনা থানা পুলিশ গ্রেপ্তার করে। গণমিছিলকারীদের দাবি, ফজলুর রহমানের মদদেই আতাউর রহমান আকন্দের নামে মামলা হয়েছে।

গণমিছিল শেষে জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বিএনপি নেতা এরশাদ মল্লিক, ইটনা উপজেলা বিএনপি নেতা গোলাম রহমান, সিরাজুল ইসলাম, ইউসুফ আলী, ইটনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম প্রমুখ।

উপস্থিত বিএনপির নেতারা দাবি করেন, আতাউর রহমান নিবেদিত বিএনপি নেতা। তাকে দলীয় গ্রুপিংয়ের কারণে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আইসিটি মামলায় আটক করা হয়েছে। বিএনপি নেতা আতাউর রহমান আকন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, রিমান্ড বাতিলসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর