Logo
Logo

সারাদেশ

‘বিএনপিকর্মীর স্বৈরাচারী মনোভাব থাকলে বের করে দেওয়া হবে’

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৫২

‘বিএনপিকর্মীর স্বৈরাচারী মনোভাব থাকলে বের করে দেওয়া হবে’

বিএনপিকর্মীর স্বৈরাচারী মনোভাব থাকলে বের করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির তথ্য ও প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

সোমবার (৯ ডিসেম্বর) সাতক্ষীরার কলারোয়া উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, ‘বিএনপির কোনো নেতাকর্মীর মধ্যে স্বৈরাচারী মনোভাব থাকলে তাকে বিএনপি থেকে বিতাড়িত করা হবে। আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীরা সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘সালিশ বিচারের নামে দলবাজি, চাঁদাবাজি করা যাবে না। এমনকি কোনো সালিশ বৈঠকও করার দরকার নেই।’

জিয়া পরিবারকে ধ্বংসের পরিকল্পনা হয়েছিল উল্লেখ করে বিএনপির তথ্য ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা।’

সাবেক এমপি হাবিব বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘ ১৫ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমান ৮ হাজার কিলোমিটার দূর থেকে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন।’

উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহসভাপতি রইছ উদ্দীন, কলারোয়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু প্রমুখ।

আব্দুস সামাদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর