কিশোরগঞ্জে দুর্নীতিবিরোধী দিবস পালন
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ২০:১৫
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন বেলুন উড়িয়ে দিবসের সূচনা হয়। পরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ দিবস পালিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস। স্বাগত বক্তব্য দেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান শেখ। বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান, কিশোরগঞ্জ এপির ব্যবস্থাপক সাগর ডীকস্ত প্রমুখ।
আবু হাসান শেখ/এমজে