ছবি : প্রতিনিধি
হাসপাতালের কাগজপত্র নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে দুইটি হাসপাতাল সিলগালা এবং একটির ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা।
হাসপাতালগুলো হলো- নারায়নপুর জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টার, মীম জেনারেল হাসপাতাল সিলগালা এবং ম্যাক্স ভিআইপি হাসপাতাল।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিব উল্লাহ সৌরভ বলেন, ‘হাসপাতালের কাগজপত্র নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে নারায়নপুর বাজারের নারায়নপুর জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টার, মীম জেনারেল হাসপাতাল সিলগালা এবং ম্যাক্স ভিআইপি হাসপাতালের চিকিৎসক (সার্জন) এর সহকারী না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় এই হাসপাতালটি পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত বন্ধ থাকবে। ’
এর আগে সোমবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে ‘নারায়নপুর জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টার’ এর অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হয়। এরই ধারাবাহিকতায় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, ‘গুরুতর অনিয়মের কারণে এসব হাসপাতাল সিলগালা করা হয়। জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আলআমিন ভুঁইয়া/এমআই