Logo
Logo

সারাদেশ

সীমান্তে মানবপাচারকারীসহ ভারতীয় নারী আটক

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:২৮

সীমান্তে মানবপাচারকারীসহ ভারতীয় নারী আটক

সিলেটের জৈন্তাপুরে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশি মানবপাচারকারীসহ ভারতীয় এক নারীকে আটক করা হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের একটি টিম ও সংশ্লিষ্ট থানাপুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলাধীন বালিয়াকান্দি থানার বহরসাধুখালী গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে মানবপাচারকারী মুকুল বিশ্বাস (৩৩) ও ভারতের  নদিয়াও ওয়েস্টবেঙ্গলের কাইখালি (হরিতলা- হান্সখালি) এলাকার মোকান্দা মন্ডলের স্ত্রী শান্তি রাণী মৃত্তি (৬০)।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি জানায়, শান্তি রাণী রাজবাড়ীর বহরসাধুখালী গ্রামে থাকেন। তিনি মানবপাচারকারী মুকুল বিশ্বাসের সহায়তায় সোমবার রাতে অবৈধভাবে ভারত যেতে চেয়েছিলেন। এসময় বিজিবি ও পুলিশ তাদের দুজনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রেজাউল হক ডালিম/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর