নাটোরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৩
নাটোরের নলডাঙ্গায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় ফাতেমা খাতুন (৬) নামের এক শিশু নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শেরকোল তাহের সড়কের বাঁশিলা ইছলাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা ওই এলাকার সেলিম সরদারের মেয়ে এবং স্থানীয় রিয়াজুল জান্নাত একাডেমির শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ফাতেমা তার বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিল। এসময় পাটুল থেকে নলডাঙ্গাগামী একটি অটোরিক্সা ফাতেমাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান ফাতেমা।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, এলাকাবাসীর সূত্রে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার জন্য দায়ী অটোরিকশা এবং এর চালককে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। তদন্তে দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।
এমবি/এমএইচএস