Logo
Logo

সারাদেশ

পলাশবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৯:৫২

পলাশবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে মানববন্ধন করেছে ছাত্রদল। পলাশবাড়ী সরকারি কলেজ ও পলাশবাড়ী আদর্শ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে গুমের শিকার নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবি জানানো হয়। এ ছাড়া আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, তাদের যথাযথ বিচারের দাবি জানানো হয়।

পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাজাহান সরকারের সভাপতিত্বে ও সদস্যসচিব মাজেদুল ইসলাম মাজেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ, পৌর ছাত্রদলের সদস্যসচিব আকাশ কবির, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য মেজবাহ আহম্মেদ প্রান্ত প্রমুখ।

আতিকুর রহমান/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর