Logo
Logo

সারাদেশ

নওগাঁর মান্দায় ইউনিয়ন চেয়ারম্যান গ্রেপ্তার

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৫

নওগাঁর মান্দায় ইউনিয়ন চেয়ারম্যান গ্রেপ্তার

নওগাঁর মান্দায় নাশকতার মামলায় ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গোলাম মোস্তফা (৪৬) ভালাইন ইউনিয়নের জামদই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, নাশকতার একটি মামলায় ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশকে মারপিট করাসহ একাধিক মামলা রয়েছে।

ওসি আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ আইনশৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম এ রাজ্জাক/এমএইচ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর