‘ভারতের প্রভুত্ব মানব না, বন্ধুত্ব চাইলে হাত বাড়াব’
লংমার্চের যাত্রাপথে ভৈরবে সমাবেশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৭:৫১
ছবি : বাংলাদেশের খবর
ভারতের প্রভুত্ব আর মেনে নেওয়া হবে না। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলে সহযোগিতার হাত বাড়ানো হবে।
বুধবার (১১ ডিসেম্বর) ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকা থেকে আখাউড়া লংমার্চের যাত্রাপথে ভৈরবে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। ভৈরবের দুর্জয় মোড়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা ভারতের আগ্রাসন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে পৌনে দুইটার দিকে লংমার্চটি আখাউড়ার উদ্দেশে যাত্রা শুরু করে। লংমার্চ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
সমাবেশে স্থানীয় নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
উল্লেখ্য, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ঢাকা থেকে আখাউড়া অভিমুখে লংমার্চ করছে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলো।
আব্দুর রউফ ভূঁইয়া/এমজে