Logo
Logo

সারাদেশ

নেত্রকোণায় সাবেক প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৯

নেত্রকোণায় সাবেক প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ

নেত্রকোণায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের শহীদ মিনারে জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত ও এস এম মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, সাবেক সভাপতি নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক, আবু তাহের তালুকদার, সাবেক সহসভাপতি আব্দুল মান্নান তালুকদার, সাবেক সহসভাপতি ইমরান খান চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা প্রমুখ।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর