Logo
Logo

সারাদেশ

চায়ের দাওয়াতে নিয়ে পালাক্রমে ধর্ষণ, সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ২১:০৩

চায়ের দাওয়াতে নিয়ে পালাক্রমে ধর্ষণ, সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে তাদেরকে শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১১ ডিসেম্বর) আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মেহেদী মাসুদ (২৬), চক রামচন্দ্রপুর এলাকার মোতালেব হোসেনের ছেলে মাহমুদুল হাসান সাজিদ (২৩) ও শালগড়িয়া ফরেস্ট পাড়া এলাকার জমির উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (২৭)

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, গত সোমবার  (৯ ডিসেম্বর) রাতে ওই মেয়ের সাবেক প্রেমিক মেহেদী হাসান চা খাওয়ার নাম করে তাকে শহরের মেরিল বাইপাসের ফরেস্ট এলাকায় নিয়ে যায়। পরে পরিকল্পিতভাবে ফরেস্টের একটি পরিত্যক্ত ঘেরে নিয়ে পালাক্রমে তিনজন তাকে ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ করলে শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মেয়েটি গণধর্ষণের শিকার হলে অনলাইনে সার্চ করে আইনি সেবাদানকারী টিম 'ফাইন্ড মাই এডভোকেটে' যোগাযোগ করে। পরবর্তীতে তারা বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সাথে যোগাযোগ করে। পুনাক বিষয়টি অবগত হওয়ার পর সত্যতা যাচাই করে স্থানীয় থানাকে জানায়। ভুক্তভোগী নারীকে দ্রুত আইনি সহযোগিতা দেওয়ার নির্দেশনা দেয়।

গণধর্ষণের এ মামলাটি তদারক করেছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী আফরোজা হেলেন ও জয়েন্ট সেক্রেটারি তৌহিদা নূপুর।

এমএম/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর