Logo
Logo

সারাদেশ

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৫ বাংলাদেশি আটক

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৫ বাংলাদেশি আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হয়েছে বাংলাদেশি পাঁচ নাগরিক। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তেঁতুলিয়া উপজেলার শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৭৪০/৩-এস এর কাছ দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় তাদেরকে আটক করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। 

আটককৃতরা হলেন মনিরাম বর্মন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ধোন্দুগাঁও গ্রামের শ্রী বনোমালী বর্মনের ছেলে মনিরাম বর্মন (৪৫), মনিরাম বর্মনের স্ত্রী শ্রীমতি হিরা রানী বর্মন, ছেলে রিপন বর্মন ও মেয়ে পাপরী রানী বর্মন। অপরজন  নিমাই চন্দ্র বর্মন একই জেলার ধোন্দুগাঁও গ্রামের শ্রী বীরেন্দ্র নাথ বর্মনের ছেলে। তারা সবাই ঠাকুরগাঁও জেলার হিন্দু সম্প্রদায়ের নাগরিক। এদের মধ্যে পাপরী রানী বর্মন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে সন্ধ্যা পৌনে ৬টার সময় তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।

রাতে চারজনকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। তাদের তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি ও পুলিশ। 

বিজিবি জানায়, পঞ্চগড়ের তেঁতুলিয়ার শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৭৪০/৩-এসের ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের মদনবাড়ী ক্যাম্পের টহল দল তাদের দেখতে পেয়ে বাধা প্রদান করে। পরে তারা বিষয়টি শুকানী বিওপিকে অবগত করে। বিএসএফের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় হিন্দু সম্প্রদায়ের পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। 

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে ঠাকুরগাঁওয়ের দালাল চক্রকে নগদ ১ লক্ষ টাকা দিয়ে ঐ চক্রের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় এসেছে।

আটকের সময় তাদের কাছ থেকে পাওয়া ব্যক্তিগত ৪টি মোবাইল ফোন, ২টি হাত ঘড়ি, ৪০৫ ভারতীয় রুপি, বাংলাদেশি নগদ ১৪ হাজার ৭০৭ টাকা, স্বর্ণ অলংকার ১ ভরি এবং রুপার অলংকার ৭ ভরিসহ ৪ জনকে তেঁতুলিয়া মডেল থানায় সোপর্দ করা হয়। 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা বলেন, সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা। আমাদের টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করেছে। এ ঘটনায় তেতুঁলিয়া থানায় বিজিবি পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এসকে দোয়েল/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর