Logo
Logo

সারাদেশ

সাবেক খাদ্যমন্ত্রী মোমেন খানের মৃত্যুবার্ষিকী পালিত

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৩:২৭

সাবেক খাদ্যমন্ত্রী মোমেন খানের মৃত্যুবার্ষিকী পালিত

নরসিংদীর পলাশে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে পরিবারবর্গ, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরনগরদীতে মরহুম আব্দুল মোমেন খানের কবরে দোয়ার আয়োজন করা হয়। পরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান, পরিবারের লোকজন, জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, তার সহধর্মিনী ও খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রোখসানা খন্দকার ও কন্যা ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট-ডক্টরাল গবেষক ড. মাহরিন খান।

সুমন রায়/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর