কিশোরগঞ্জে গ্রাম পুলিশদের নিয়ে প্যারেড অনুষ্ঠিত
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৩:৪১
নীলফামারীর কিশোরগঞ্জে গ্রাম পুলিশের কাজের তদারকি, নিয়মিত হাজিরা ও প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৯টি ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে এ অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী আইয়ুব আলী জানান, গ্রাম পুলিশরা এলাকায় আছে কি না এবং এলাকায় সঠিকভাবে কাজ করছে কি না, তা তদারকি নিয়মিত করা হয়। এ ছাড়া গ্রাম পুলিশদের নিয়মিত হাজিরা ও প্যারেড করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক বলেন, ‘গ্রাম পুলিশদের নিয়মিত হাজিরা ও প্যারেডিংয়ে সামাজিক অবক্ষয় রোধে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাম পুলিশরা গ্রামে নিয়মিত কাজ করছেন। তাদের হাত ধরে কিশোরগঞ্জ উপজেলা সামাজিক অবক্ষয়মুক্ত উপজেলায় পরিণত হবে।’
আবু হাসান শেখ/এমজে