ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ওয়াসিম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর সড়ে ১২টার দিকে নলছিটি শহর থেকে তাকে গ্রেপ্তার কর হয়।
গত ১৫ আগস্ট ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুস সালাম।
গ্রেপ্তার ওয়াসিম হাওলাদার নলছিটি পৌরসভার পূর্ব মালিপুর গ্রামের মো. হানিফ হাওলাদার ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুস সালাম জানান, ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করে ঝালকাঠি পাঠানো হয়েছে।
শাহাদাত হোসেন মনু/এমজে