Logo
Logo

সারাদেশ

নাজিরপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩

নাজিরপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাজিরপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাজিরপুর তাহযীবুল উম্মাহ হাফিজিয়া মাদরাসার হলরুমে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মো. মাহফুজুর রহমানকে সভাপতি, হাফেজ ইমরানকে সাধারণ সম্পাদক ও মো.আরেফিন ইসলামকে অর্থ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ছিদ্দিকুল ইসলাম খন্দকার এ কমিটি ঘোষণা করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাজিরপুর উপজেলা শাখার সভাপতি মো. মাহাফুজুর রহমান। বক্তব্য দেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মো. গোলাম মোস্তফা মুসা, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহসভাপতি মাওলানা আব্দল হাই, প্রধান উপদেষ্টা শ্রমিক কল্যাণ ফেডারেশন নাজিরপুর উপজেলার মাওলানা আব্দুর রাজ্জাক, উপদেষ্টা শ্রমিক কল্যাণ ফেডারেশন নাজিরপুর উপজেলার মো. কাজী মোসলেহ উদ্দিন ও নাজিরপুর উলামা বিভাগের সভাপতি হাফেজ হাবিবুল্লাহ বেলালী প্রমুখ। 

সৈয়দ বশির আহম্মেদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর