Logo
Logo

সারাদেশ

ফেনীতে বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ২০:০৪

ফেনীতে বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ

ফেনী শহরের মহিপালে আন্তঃজেলা বাস টার্মিনালে প্রতিদিন রাখা হতো ঢাকা, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলা-উপজেলার বাস। স্থান সংকুলান না হওয়া এবং খানাখন্দে ভরে থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে সড়কের উপর রাখা হয় বাস। এর ফলে মহাসড়কে চলাচলকারী ছোট-বড় যানবাহনকে বেগ পেতে হয়। জনগুরুত্বপূর্ণ টার্মিনালটি ব্যবহার উপযোগী করতে উদ্যোগ নিয়েছে ফেনী পৌরসভা।

জানা গেছে, ১৯৮৪ সালে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় বাস টার্মিনালটি গড়ে তোলে ফেনী পৌরসভা। ওই টার্মিনালে ফেনী-নোয়াখালী, ফেনী-কুমিল্লা, ফেনী-খাগড়াছড়ি ও ফেনী-চট্টগ্রাম রুটের বাস রাখা হতো। প্রতি রাতে প্রায় ২০০ থেকে ২৫০টি রাখা হতো। বর্তমানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। বৃষ্টি হলে কাদা-পানি একাকার হয়ে টার্মিনালটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। রয়েছে ময়লা-আবর্জনার স্তুপও।

ফেনী পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন টার্মিনাল পরিদর্শন করেন। তিনি সংস্কার কাজের জন্য একটি প্রকল্প তৈরির উদ্যোগের কথা জানান।

জানতে চাইলে গোলাম মো. বাতেন বাংলাদেশের খবরকে বলেন, ‘বাস টার্মিনালটি সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পৌরসভার রাজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে সংস্কার করা হয়েছে। আগামীতে এটি আধুনিকায়ন করা হলে ৪ শ বাস রাখা যাবে। এতে করে একদিকে যেমন শহরের উপর যানজটের চাপ কমবে, অন্যদিকে সুশৃঙ্খলভাবে ট্রাফিক ব্যবস্থাপনা করা যাবে।’

তিনি আরও বলেন, ‘গণপরিবহনকে যাতে শৃঙ্খলার আওতায় আনা যায়, সে জন্য আমরা কাজটি হাতে নিয়েছি। দ্রুত উন্নয়ন কাজটি শুরু হবে। প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আলাদাভাবে বাস রাখার জায়গা, যাত্রী ছাউনি ও শৌচাগার নির্মাণ করা হবে।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর