Logo
Logo

সারাদেশ

চাঁদপুরে ৭৪০ কেজি পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ২০:৫৭

চাঁদপুরে ৭৪০ কেজি পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর শহরের পালবাজার থেকে ৭৪০ কেজি পলিথিন জব্দ করে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খাঁন।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে সহযোগিতা করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও সদর মডেল থানার পুলিশ সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে জানানো হয়, বিকেলে শহরের পালবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. ফারুক ব্যাপারীর ফারুক ভ্যারাইটিজ স্টোর থেকে ৫০০ কেজি ও শাহেদ গাজীর মেসার্স গাজী এন্টারপ্রাইজ থেকে ২৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এ সময় ফারুক ভ্যারাইটিজ স্টোরের মালিককে ২০ হাজার টাকা এবং গাজী এন্টারপ্রাইজ মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বন্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আলআমিন ভূঁইয়া/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর