প্রতিকী ছবি
ঝিনাইদহের কালীগঞ্জে একটি নদ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বারোবাজারের বুড়িভৈরব নদ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো- উপজেলার হাসিলবাগ গ্রামের শওকত আলীর ছেলে চায়ন হোসেন (৭) ও একই গ্রামের আবু সালেহের ছেলে আবির হাসান (৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনজন শিশু বুড়ি ভৈরব নদের দিকে যায়। এরপর তারা ডুঙা নিয়ে নদের মাঝখানে চলে যায়। পরে তাদের মধ্যে একজন শিশু বাড়িতে ফিরে আসে। তবে সে কাউকে কিছু জানায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় স্থানীয়রা নদের মাঝখান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুদের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’
এম বুরহান উদ্দীন/এমআই