Logo
Logo

সারাদেশ

সরাইলে কম্বল বিতরণ করলেন ইউএনও

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৩:১৬

সরাইলে কম্বল বিতরণ করলেন ইউএনও

ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিভিন্ন এলাকায় ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে ২০০টি কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সদরের উচালিয়াপাড়া, কুট্টাপাড়া মোড় ও সরাইল বাজার এলাকায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে এসব কম্বল বিতরণ করা হয়।

শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষরা। এমন মানুষদের খুঁজে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের কাছে রাতে কম্বল নিয়ে হাজির হন ইউএনও মো. মোশারফ হোসাইন। কনকনে শীতের মধ্যে কম্বল পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এসব ছিন্নমূল মানুষরা।

এ সময় সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার সহ সরাইল থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

মো. রিমন খান/এমএইচএস


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর