Logo
Logo

সারাদেশ

আত্রাই নদীতে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৩১

আত্রাই নদীতে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর ধামইরহাট আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন খেলনা   ইউনিয়নের উদয়শ্রীর নলপুকুর এলাকার বাসিন্দারা।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ধামইরহাট উপজেলার আত্রাই নদীর তীরবর্তী অবস্থিত উদয়শ্রী নলপুকুর গ্রামের পূর্বপাড় ঘেঁষে বালু লুটকারী প্রভাবশালী আবু হানিফ ও সহযোগী হানজালা, রাব্বানী, জুয়েল চৌধুরী, মাসুমসহ আরও অনেকে অবৈধভাবে নদীর তীর থেকে ভেকু মেশিন দিয়ে দিয়ে বালু তুলছেন। দিন-রাত  বালু উত্তোলন করায় বেড়িবাঁধসহ গ্রামের রাস্তা নষ্ট ,শিক্ষার্থীর চলচলের বিঘ্ন ও ফসলি জমি তীব্র ভাঙনের কবলে নদীগর্ভে বিলীন হচ্ছে। এর প্রতিবাদে ইউনিয়নের উদয়শ্রী নলপুকুরে মানববন্ধন করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আত্রাই নদীর খেলনা ইউনিয়নের নলপুকুরে  দিনে রাতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। অব্যাহত বালু উত্তোলনে খেলনা ইউনিয়নসহ নদীর তীরের উদয়শ্রী নলপুকুর মানুষ নদীভাঙনের আতঙ্কে আছেন। পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্প বেড়িবাঁধ হুমকির মধ্যে রয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অনেকের  ফসলি জমি।’

মানববন্ধনে বক্তব্য দেন, শশী, মনি বাবু, শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন  ও ফজলুর রহমান প্রমুখ।

এলাকাবাসীর দাবি, অবৈধভাবে বালু হরিলুট যারা করছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করতে হবে। 

অভিযুক্ত হানিফ হোসেনের কাছে বালু উত্তোলনের বৈধ কাগজের কথা জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন প্রশাসন দপ্তরে কাগজ দেওয়া রয়েছে। 

এম এ রাজ্জাক/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর