Logo
Logo

সারাদেশ

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

Icon

মির্জাপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৮

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নিহত শিশু প্রিয়াম হক। ছবি : প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে গাড়ি চাপায় আহত শিশু প্রিয়াম হকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশু, মির্জাপুর পৌরসভার বাইমহাটি গ্রামের মোস্তাফিজুল পিলুর ছেলে প্রিয়াম হক (৫)।

জানা গেছে, বুধবার (১১ ডিসেম্বর) একটি অজ্ঞাত নামা বাস সামনে থাকা অটো রিকশাকে চাপা দিলে চালকসহ যাত্রীরা গুরুতর আহত হয়। সেখান থেকে লোকজনদের সহযোগিতায় তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে তাদের চিকিৎসা চলে। শুক্রবার (১৩ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায়ই প্রিয়ামের মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের সাথে মির্জাপুর সড়কে (১১ ডিসেম্বর) গুরুতর আহত হয়েছিল শিশুটি। তার মৃত্যুতে মির্জাপুর পৌরসভা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এরআগে একইদিন শিশুটির ফুফু শারমিন হক বীথি মারা যান। এ ঘটনায় ৩ শিশুসহ আহত হন ৪ জন।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত চলছে, গাড়িটির এখনো সন্ধান মেলেনি।’

রাব্বি ইসলাম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর