‘পাকিস্তানিরা আঘাত করে রেহাই পায়নি, ভবিষ্যতেও কেউ পাবে না’
‘কারও দাসত্ব করার জন্য স্বাধীনতার সূর্যোদয় হয়নি’
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৫০
কারও দাসত্ব করার জন্য স্বাধীনতার সূর্যোদয় হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। তিনি বলেন, ‘পাকিস্তানিরা আমাদের হৃৎপিণ্ডে আঘাত করে রেহাই পায়নি, ভবিষ্যতেও কেউ পাবে না।’
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিন এ মন্তব্য করেন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।
আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, ‘বাইরে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। আমরা সবার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাই। কারো দাসত্ব ও দালালি করার জন্য বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদয় হয়নি।’
তিনি বলেন, ‘বাংলাদেশের একটি দল, যারা স্বাধীনতার সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করে একজন হামিদ কারজাই সাজতে চেয়েছিল। তাদের আনুগত্য এদেশের মানুষের প্রতি নয়, এদেশের জনগণের প্রতি নয়, তাদের আনুগত্য পার্শ্ববর্তী দেশের প্রতি।’
আওয়ামী লীগ বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। তাদের লজ্জা হওয়া উচিত। তাদের কর্মকাণ্ডের জন্য দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বাংলাদেশকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় নিতে চাচ্ছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যেই যার ঘুড়ির নাটাই অন্য দেশে থাকবে, সেই ঘুড়ি এদেশের আকাশে উড়তে দেবো না।’
তিনি বলেন, ‘আগরতলায় আমাদের হাইকমিশনে আপনারা অন্যায়ভাবে হামলা করেছেন। আমাদের সার্বভৌমত্বের চেতনার প্রতীক জাতীয় পতাকা অবমাননা করেছেন। যা আমাদের হৃৎপিণ্ডে আঘাত করেছে। মনে রাখবেন, পাকিস্তানিরা কিন্তু আমাদের হৃৎপিণ্ডে আঘাত করে রেহাই পায়নি। ভবিষ্যতেও কেউ পাবে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলতে চাই। এখানে সাম্য, মানবিক ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান লক্ষ্য।’
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুল খালেক মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক একেএম বাছেদ মোল্লা ভুট্টো, মাহমুদুল হক, যুগ্ম আহ্বায়ক সেন্টু আজমল ভূইঁয়া, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রধান, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান প্রমুখ।
সুমন রায়/এমজে