Logo
Logo

সারাদেশ

‘জামায়াত আওয়ামী লীগের সাথে আপস করেনি’

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৮:২৩

‘জামায়াত আওয়ামী লীগের সাথে আপস করেনি’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘আদর্শের ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী তৎকালীন সরকার কিংবা আওয়ামী লীগের সাথে আপস করেনি। জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা যুক্তির ভিত্তিতে আমাদের আদর্শ তুলে ধরে বাংলাদেশে ইসলামী সমাজ কায়েম করব।’

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরে হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। কাউকে চাঁদাবাজি করতে দেব না। এটি বন্ধ হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে না। ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়। রাজনীতি ও চাঁদাবাজি জীবিকা নির্বাহের জন্য হবে না। রাজনীতি হবে মানুষের মুক্তি এবং অধিকার প্রতিষ্ঠার জন্য। জামায়াতে ইসলাম রাজনীতিকে মনে করে ইবাদত। মানুষের সেবা ও কল্যাণ করা হচ্ছে ইবাদত। মানুষ এখন জামায়াতে ইসলামীর আদর্শের দিকে তাকিয়ে আছে।’

জামায়াতের এই নেতা বলেন, ‘জামায়াতে ইসলামীর প্রতি মানুষের অনেক প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের সবাইকে সংগঠনের দাওয়াত ও ইসলামের বাণী পৌঁছে দিতে হবে।’

তিনি বলেন, ‘দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে, তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র আসছে। তারা বিভিন্ন চেহারায় আসার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আমি দৃঢ় কন্ঠে উচ্চারণ করতে চাই, বাংলাদেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রতিবেশী আগ্রাসী শক্তি আমাদের কিছুই করতে পারবে না। আমরা বলেছি, দেশের স্বার্থে পতিত স্বৈরাচারী দল ছাড়া সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকব।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকে মো. শাহজাহান মিয়া, সাবেক আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান প্রমুখ।

আলআমিন ভূঁইয়া/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর