‘ভোট ও ভাতের অধিকার রক্ষা করতে হবে’
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৮
ভোট ও ভাতের অধিকার রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে ছাতকের ইসলামপুর ইউনিয়নের মরাগাং-ইসলাম বাজার হাদা-চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন। জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।’
তিনি বলেন, ‘সব যড়যন্ত্র রুখে দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার ও কথা বলার অধিকার আমাদের রক্ষা করতে হবে। যারা উঁকি দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
কর্মিসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলতাফুর রহমান খছরু, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শামছুর রহমান শামছু, পৌর বিএনপির সাবেক সহসভাপতি এসএম লায়েক শাহ, জেলা বিএনপির সাবেক প্রবাসীকল্যাণ সম্পাদক সামসুর রহমান বাবুল প্রমুখ।
সেলিম মাহবুব/এমজে