Logo
Logo

সারাদেশ

ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:২৬

ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. তবিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

রাসেদ খান/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর