Logo
Logo

সারাদেশ

বিটিএস আসক্ত হয়ে দুই মাদরাসা ছাত্রী নিখোঁজ

Icon

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:০৩

বিটিএস আসক্ত হয়ে দুই মাদরাসা ছাত্রী নিখোঁজ

বিটিএসে আসক্ত হয়ে নেত্রকোণার আটপাড়ায় মীম আক্তার (১২) ও কামরুন্নাহার (১৩) নামের  দুই মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে আটপাড়া উপজেলার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তারা। মীম আক্তার উপজেলার মোবারকপুর গ্রামের বরিউল আওয়ালের মেয়ে এবং কামরুন্নাহার মল্লিকপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে। তারা দুইজন আটপাড়ার হজরত ফাতেমা (রহ.) মহিলা মাদরাসার ছাত্রী।

নিখোঁজদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মীম আক্তার ও কামরুন্নাহার আটপাড়ার হজরত ফাতেমা (রহ.) মহিলা মাদরাসার ষষ্ট শ্রেণিতে লেখাপড়া করছেন। পরিবারের অজান্তে স্মার্টফোনের মাধ্যমে বিটিএস-এ আসক্ত হয়ে পড়েন তারা। বৃহস্পতিবার উপজেলা সদরের বিভিন্ন দোকান থেকে বিটিএস’র বিভিন্ন স্টিকার সংগ্রহ করেন এবং সর্বশেষ শুক্রবার বিকেলে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে তারা বের হয়ে যান। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে আটপাড়া থানার পুলিশকে অবগত করেন।  

নিখোঁজ মীম আক্তারের পিতা রবিউল বলেন,‘পরিবারের অজান্তেই স্মার্টফোন ব্যবহার করে মীম আক্তার। ফোন দিয়ে মানব পাচারকারী গ্রুপ বিটিএসে আসক্ত হয়েছে। আমি পরে জেনেছি। কাউকে কিছু না বলে শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়। আমরা এখনো তাদের সন্ধান পাইনি।’ নিখোঁজ কামরুন্নাহারের বাবা আব্দুল খালেকেরও একই বক্তব্য।    

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন,‘দুই মাদরাসা ছাত্রী নিখোঁজ হওয়ার ব্যাপারে পরিবারের সদস্যরা আমাকে অবগত করেছেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থী বিটিএসে আসক্ত ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন।’

নিজাম তালুকদার/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর