রাঙ্গাবালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:১৩
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন একটি আলোচনা সভার আয়োজন করেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান। সভায় বক্তব্য রাখেন উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নান্নু, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুন মীর, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহাগ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদ ও গণঅধিকার পরিষদের জেলা যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান টিটু প্রমুখ।
সভায় শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।
এমবি