Logo

সারাদেশ

জামালপুরে সার কারখানা চালুর দাবিতে বিক্ষোভ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬

জামালপুরে সার কারখানা চালুর দাবিতে বিক্ষোভ

জামালপুরের সরিষাবাড়িতে যমুনা সার কারখানা চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার তারাকান্দি এলাকায় সার কারখানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দেশের বৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ দিয়ে পুনরায় উৎপাদন কার্যক্রম চালু করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি আল আমিন মন্ডল, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, সহস্বাস্থ্য সম্পাদক শাহিন আলম, সরিষাবাড়ী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আল-আমিন মিলু।

উপজেলা শাখার আহ্বায়ক আল-আমিন মিলু বলেন, বিদেশি সার তৈরি হয়েছে বিদেশের মাটির গুণাগুণের উপর ভিত্তি করে। যা বাংলাদেশের মাটির জন্য উপযোগী নয়। বিদেশি নিম্নমানের সার ব্যবহারের ফলে দিনে দিনে মাটির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। এর একমাত্র সমাধান দেশীয় কারখানাগুলোর উৎপাদন চালু করা।

গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতিবাজরা সার আমদানিকারক সরকারকে ভুল বুঝিয়ে দেশীয় সার কারখানাগুলোর উৎপাদন বন্ধ করে ব্যক্তিগত লাভের জন্য বিদেশ থেকে নিম্নমানের সার আমদানি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। যমুনা সার কারখানার উৎপাদন চালু করে বিদেশ থেকে নিম্নমানের সার আমদানি বন্ধ করা হোক। এতে করে সরকার বৈদেশিক মুদ্রার পাশাপাশি দেশীয় মুদ্রাতেও লাভবান হবে। কৃষক পাবে ভালো মানের সার।

তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে কারখানায় গ্যাস সংযোগ দিয়ে পুনরায় উৎপাদন চালু করা না হলে সামনের কঠোর কর্মসূচি দেয়া হবে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর