কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা তিনজন নিহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের গাংরা-পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তারুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিহত তিনজনের পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ সুপার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’
এমএম/ওএফ