শেখ হাসিনাকে আসামি করে নলছিটি থানায় অভিযোগ দায়ের
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৫
বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র সহসভাপতি জেবা আমিনা খানের গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুসহ ১৮ জনের নামে নলছিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে নলছিটি থানায় এই অভিযোগ দায়ের করেন জেবা আমিনা আল গাজী।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনের ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ছিলেন দলটির নির্বাহী কমিটির সদস্য জেবা আমিনা আল গাজী। নির্বাচনী প্রচারণা চলাকালে ওই বছর ১৪ ডিসেম্বর বিকেলে নলছিটি শহরের সাথীর মোড় এলাকায় তার গাড়িবহরে হামলা করে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে জেবা আমিনা গাজীসহ বিএনপির ১০ নেতাকর্মী আহত হয় এবং তাকে বহনকারী প্রাইভেটকার ভাঙচুর করে হামলাকারীরা। পরে তিনি শহরের সিকদার পাড়া এলাকায় এক বিএনপি নেতার বাসায় আশ্রয় নেয়।
শনিবার বিকেলে এজাহার দায়ের করা হলেও রোববার বিকেল ৩টা ১৫ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করা হয়নি বলে নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম।
ওসি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেকমন্ত্রী আমির হোসেন আমুসহ ১৮ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের হয়েছে। এই সংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
শাহাদাত হোসেন/এমবি