ফুলছড়িতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭
চিহ্নিত আওয়ামী লীগের দোসরদের অবৈধ অস্ত্র, মাদক, চুরি-ডাকাতি ও জুয়া খেলাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধার ফুলছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে ফুলছড়ি উপজেলা বালাসী ঘাটে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, এইচ এম সোলায়মান হোসেন শহিদ ও আসিফ সাজ্জাদ ছোটনসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, অবিলম্বে এসব অপকর্মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আতিকুর রহমান/এমবি