Logo
Logo

সারাদেশ

মির্জাপুরে সড়ক দুঘর্টনায় পিকআপ চালক নিহত

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৭:১১

মির্জাপুরে সড়ক দুঘর্টনায় পিকআপ চালক নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানি এলাকায় সড়ক দুর্ঘটনায় মিলন মিয়া (২৮) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। 

শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন সাভার উপজেলার কলমা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন।

পুলিশ জানায়, পিক-আপ চালক মিলন টাঙ্গাইলের মধুপুর এলাকা থেকে শনিবার রাত ১২টায় মুরগিবোঝাই পিকআপ ও দুজন সহযোগী নিয়ে সাভারের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানি এলাকায় পৌঁছানোর পর তিনি মহাসড়কে একটি ত্রিপল দেখতে পান। মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে ত্রিপলটি নিতে গেলে একটি গাড়ি তাকে চাপা দেয়। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও চালক মিলন গাড়িতে না আসায় তার সহযোগীরা গাড়ি থেকে নেমে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। প্রাথমিকভাবে ডাকাত দলের সদস্যরা তাকে কুপিয়ে জখম করেছে- এমনটি ধারণা করা হলেও ডাক্তারি চিকিৎসার মাধ্যমে জানা যায়, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

রাব্বি ইসলাম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর