পলাশবাড়ীতে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:০৪
গাইবান্ধার পলাশবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক বিদ্যুৎ গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপনের তৎপরতা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে সচেতন নাগরিক সমাজ ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির যৌথ উদ্যোগে পলাশবাড়ী চৌমাথায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।
এতে সভাপতিত্ব করেন পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত। মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঞ্জু প্রধান, বিএনপি নেতা মুকুল আহমেদ, পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক মুশফিকুর রহমান মিল্টন, সদস্য সচিব ফেরদাউস মিয়া।
এছাড়া আরও ছিলেন উপজেলা হাটবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, বহুমুখী ব্যবসায়ী সমিতির নেতা আব্দুস সোবাহান, ব্যবসায়ী রেজোয়ান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিন মন্ডল, স্বেচ্ছাসেবক দল নেতা মিল্লাত সরকার মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ, পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির পায়েল, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজেদুল ইসলাম মাজেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রানা মিয়াসহ অন্যান্যরা। এই মানববন্ধনের সঞ্চালনা করেন ব্যবসায়ী ও ছাত্রনেতা মিজানুর রহমান নিক্সন।
মানববন্ধনে বক্তারা, নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবি জানান। এই দাবি মানা না হলে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা প্রতিহত করার ঘোষণা প্রদান করেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে গ্রাহকগণ ও জনসাধারণকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়। পরে এই স্মারকলিপির অনুলিপি পলাশবাড়ী নেসকোর আবাসিক প্রকৌশলীকে প্রদান করেন আন্দোলনকারীরা।
আতিকুর রহমান/এমবি