Logo
Logo

সারাদেশ

সরাইলে ২৮ ঘণ্টায়ও উদ্ধার হননি নদীতে নিখোঁজ যুবক

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:০৮

সরাইলে ২৮ ঘণ্টায়ও উদ্ধার হননি নদীতে নিখোঁজ যুবক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাল্কহেড নৌকার পাখায় আটকানো রিং জাল ডুব দিয়ে খুলতে গিয়ে তিতাস নদীতে নিখোঁজ হয়েছেন হাবিব মিয়া (৩০) নামে এক তরুণ যুবক। নিখোঁজের উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

রোববার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ২৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পায়নি ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা। 

এর আগে শনিবার দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নে তিতাস নদীতে নিখোঁজ হন হাবিব মিয়া। তিনি উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের সামছু মিয়ার ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হাবিব মিয়া তিতাস নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। শনিবার দুপুরে মেসার্স ব্যাপারী এন্টারপ্রাইজ নামে একটি মাটিবাহী বাল্কহেড নৌকার পাখায় রিং জাল লেগে নৌকাটি বন্ধ হয়ে যায়। নৌকার লোকজন হাবিবুর রহমানকে ৫ হাজার টাকায় বিনিময়ে রিং জালটি খুলতে নেয়। হাবিবুর ১০ ফুট পানির নিচে নৌকার পাখা থেকে জালটি খুলতে পানিতে ডুব দিয়ে আর উঠেনি। 

স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। রোববার ফায়ার সার্ভিসের সদস্য ও দুবাজাইল নৌ-পুলিশের সদস্যরা অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি। এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ হাবিবের বাবা সামছু মিয়া জানান, ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে অনেক খোঁজাখুজি করছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি আমার ছেলের।

সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মাহমুদ বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এখন বিকেল সাড়ে ৫টা বাজে নিখোঁজদের সন্ধানে নদীতে এখনও অভিযান চলছে।

রিমন খান/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর