Logo
Logo

সারাদেশ

নাজিরপুরে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:২৭

নাজিরপুরে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচজন নেতাকর্মীকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামের মো. আজাহার আলী শেখের ছেলে হাবিবুর রহমান শেখ (৬৫) তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাই মহল গ্রামের ইউনুস উদ্দিন হাওলাদারের ছেলে মো. আবুল বাশার হাওলাদার (৬১) শ্রীরামকাঠী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শেখমাটিয়া ইউনিয়নের খালেক গাজীর ছেলে মো. কামরুল গাজী (৪২) শেখমাটিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি, কলারদোয়ানিয়া ইউনিয়নের আ. খালেক মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম ডাকুয়া (৫০) কলারদোয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, দেউলবারী দোবড়া ইউনিয়নের আবুল আউয়াল ফকিরের ছেলে মো. কামরুজ্জামান মিন্টু (৪৫) দেউলবারি দোবড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফ‌রিদ ভূইয়া বলেন, ‘আসামিদের বিরুদ্ধে না‌জিরপুর থানায় বিএন‌পির অফিস ভাঙচুর, বিস্ফোরক মামলা ও ঘর পোড়ানো মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) ওই পাঁচ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

সৈয়দ বশির আহম্মেদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর