Logo
Logo

সারাদেশ

রাঙ্গাবালীতে ছাত্রশিবিরের ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

Icon

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:১৩

রাঙ্গাবালীতে ছাত্রশিবিরের ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গাবালী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্টুডেন্টস ক্যারিয়ার সামিট’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আব্দুর রহিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ আল নাহিয়ান। প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মুনতাসির মুজাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙ্গাবালী উপজেলা আমিরে জামায়াত মাওলানা মুহাম্মাদ কবির হুসাইন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম, মাহদী হাসান ও মোহাম্মদ মূসা। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অধ্যবসায়, ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা জীবনের নানা চ্যালেঞ্জ এবং সংগ্রাম মোকাবিলার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।

অনুষ্ঠানের শুরুতে রাঙ্গাবালী উপজেলার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের ইসলামী জ্ঞানচর্চা এবং জীবনে ইসলামের অনুশীলনের গুরুত্ব তুলে ধরে ছাত্রশিবিরের পক্ষ থেকে তিনটি বই এবং ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে (১ম থেকে ৩য় স্থান) ক্রেস্ট প্রদান করা হয়। ফটোসেশনের মাধ্যমে আয়োজনটি সমাপ্তি ঘোষণা করা হয়।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর