জামালপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:৩৭
জামালপুরের দেওয়ানগঞ্জে বালুবাহী মাহিন্দ্র গাড়ির চাপায় রিনা বেগম (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের হাতীভাঙ্গা চকপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর মোয়ামারি এলাকার সুজন মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে কাঠারবিল থেকে স্ত্রী সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি যাওয়ার পথে চকপাড়া পৌঁছলে বালু ভর্তি এক মাহিন্দ্র পিছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায় গৃহবধূ রিনা বেগম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মাহিন্দ্র গাড়িটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমবি