Logo
Logo

সারাদেশ

মণিরামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Icon

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ২১:৪৪

মণিরামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি

যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হওয়া ঘটনা ঘটেছে। 

রোববার দুপুর ১টার দিকে যশোর-চুকনগর মেইন সড়কের চালকিডাঙ্গা বাজার সংলগ্ন সিটি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- যশোর সদর উপজেলার খড়কী এলাকার মুনছুর আলীর ছেলে হাফিজুর রহমান (৪৮) ও মণিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামের আহাদ আলী মোড়লের ছেলে আশাবুল ইসলাম (১৮)। 

মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হাফিজুর রহমান ও আশাবুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় চালকিডাঙ্গা গ্রামের ইমনকে (২০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থায়ও আশঙ্কাজনক।  

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, বিষটি আমরা জেনেছি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হযেছে। মোটরসাইকেল দুটি থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীর আলম/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর