Logo
Logo

সারাদেশ

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪১

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক অভিযানে ১ কোটি টাকারও বেশি মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে। বিজিবির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত পোস্টের জোয়ানরা রোববার (১৫ ডিসেম্বর) এই অভিযান পরিচালনা করে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজিবি জানিয়েছে, সিলেট ও সুনামগঞ্জের বাংলাবাজার, কালাসাদেক, কালাইরাগ, সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম ও পান্থুমাই এলাকা থেকে চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ চিনি, গরুর মাংস, সাতকরা, কম্বল এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ রয়েছে।

এছাড়াও, চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক, পিকআপ ও মাহিন্দ্রা ট্রাক্টরও জব্দ করা হয়েছে। চোরাচালান পণ্যের মোট মূল্য ১ কোটি ১ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা বলে জানা গেছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, ‘সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।’

রেজাউল হক ডালিম/এফএটি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর