Logo
Logo

সারাদেশ

ভৈরবে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৫

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৪০

ভৈরবে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৫

প্রতিকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন নারীসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। 

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের পুরাতন ব্রহ্মপুত্র সেতু-সংলগ্ন জগন্নাথপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন।

নিহতরা হলেন- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজপুর গ্রামের সিএনজি অটোরিকশাচালক শাহিন মিয়া (২৪) ও যাত্রী রাজন মিয়া (২২)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা এলাকা থেকে তিনজন নারী ও একজন পুরুষ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ভৈরবের দিকে আসছিল। অটোরিকশাটি পুরাতন ব্রহ্মপুত্র সেতু পাড়ি দিয়ে ভৈরব প্রান্তের জগন্নাথপুর এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা ফ্রেশ কোম্পানির একটি কাভার্ডভ্যান সেটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা অপর একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে চালক ও চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমীন মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন।

তিনি বলেন, ‘উদ্ধারকাজ শেষে মৃতদেহগুলো ভৈরব হাইওয়ে থানার এএসআই রাসেল মিয়াকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন বলেন, ‘দুটি কাভার্ডভ্যান আটক করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।’

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর