কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাসিন্দা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী শেখ মকবুল আহমেদ মারা গেছেন। স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০।
শনিবার (১৪ ডিসেম্বর) বাদ এশা জানাজা শেষে রৌমারী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি সমকালের সহযোগী সম্পাদক এবং রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকনের বাবা।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ। তারা প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে, শেখ মকবুল আহমেদের রুহের মাগফিরাত কামনায় সোমবার (১৬ ডিসেম্বর) তার রৌমারীর বাড়িতে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
এমজে