ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচি পালন করে দিবসটি ঘিরে।
সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ৯টায় উপজেলা পরিষদের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা চত্বরে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় পরিষদের চত্বরে বিজয় মেলার উদ্বোধন হয়। বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের চত্বরে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পর পর্যায়ক্রমে সালথা থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, স্বাস্থ্য কমপ্লেক্স, সালথা প্রেসক্লাব, উপজেলা বিএনপি, উপজেলা অফিসার্স ক্লাব, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমান, যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, জনস্বাস্থ্য প্রকৌশল আল-আমীন হুসাইন প্রমুখ।
পারভেজ মিয়া/এমজে