Logo
Logo

সারাদেশ

মির্জাপুরে বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:১৪

মির্জাপুরে বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

ছবি : বাংলাদেশের খবর

মহান বিজয় দিবসে টাঙ্গাইলের মির্জাপুরে ‘স্মৃতিসৌধ অর্জন’-এ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন ও সর্বস্তরের জনগণ। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে মির্জাপুর থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, জাতীয়তাবাদী দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষ।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতও করা হয়।

বিজয়ের ৫৩তম বার্ষিকী উদযাপন উপলক্ষে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। 

রাব্বি ইসলাম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর