কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা করে জাতীয় পতাকা উত্তোলন ও মোনাজাত করে দিবসটির শুভ সূচনা করে উপজেলা প্রশাসন।
পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিজয় মেলার অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
এরপর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করেন পুলিশ, আনসার-ভিডিপি ও স্কাউট সদস্যরা।
উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএইচএস