সালথায় মহান বিজয় দিবসে শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:০৭
ছবি : বাংলাদেশের খবর
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালথা উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেছে স্থানীয় বিএনপি।
সোমবার সকালে সালথা উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী সিদ্দিকী খসরু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজাদ, শাহিনুর রহমান, বিএনপি নেতা এনায়েত হোসেন, উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, মিরান হোসাইন, বালাম হোসেন, ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা মো. রেজাউল ইসলাম রাজ প্রমুখ।
এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. পারভেজ মিয়া/বিএইচ