মির্জাপুরে বিএনপির বিজয় র্যালি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:২১
ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে র্যালি শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে মির্জাপুর সরকারি এস.কে.পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে মির্জাপুর পুরান বাসস্ট্যান্ড, মির্জাপুর বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীনের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ, শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ।
রাব্বি ইসলাম/এআরএস