বিজয় দিবসে চাঁদপুর ঘাটে উন্মুক্ত ছিল ‘বিসিজিএস পোর্টেগ্রান্ডে’
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৩
ছবি : বাংলাদেশের খবর
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পুরাতন লঞ্চঘাটে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ‘বিসিজিএস পোর্টেগ্রান্ডে’।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই জাহাজ পরিদর্শনের সুযোগ পান সাধারণ জনগণ।
বাংলাদেশ কোস্টগার্ডের ঢাকা জোন থেকে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয় দিবস উপলক্ষে ঢাকা, পূর্ব, পশ্চিম, ও দক্ষিণ জোনের অধীনে ৭টি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এগুলোর মধ্যে চাঁদপুর লঞ্চঘাটে ছিল ‘বিসিজিএস পোর্টেগ্রান্ডে’, মুন্সিগঞ্জে ‘বিসিজিএস শেটগাং’, চট্টগ্রামের পতেঙ্গায় ‘বিসিজিএস সৈয়দ নজরুল’, মোংলায় ‘বিসিজিএস কামরুজ্জামান’, খুলনায় ‘বিসিজিএস অপরাজেয় বাংলা’ এবং ভোলার ইলিশা ঘাটে ‘বিসিজিএস সোনার বাংলা’।
বিজয় দিবসে জাহাজ উন্মুক্ত রাখার এ আয়োজন জনসাধারণের মাঝে দারুণ সাড়া ফেলে। স্থানীয় ও আশপাশের এলাকার নারী-পুরুষেরা এসে জাহাজ পরিদর্শন করেন এবং কোস্টগার্ডের দায়িত্বশীল কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারেন। জাহাজের গভীর সমুদ্রে টহল, উদ্ধার অভিযান, চোরাচালান রোধ, জলদস্যুতা দমন ও প্রাকৃতিক সম্পদ রক্ষার কার্যক্রম দেখে আগত দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
কোস্টগার্ডের কর্মকর্তারা দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের দায়িত্ব ও যুদ্ধ কৌশল সম্পর্কে সচেতন করেন। জনসাধারণের কাছে কোস্টগার্ডের প্রতি ইতিবাচক ধারণা তৈরি হয়।
আলআমিন ভূঁইয়া/এআরএস