ঝালকাঠির রাজাপুর উপজেলা হেফাজতে ইসলামের কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি উপজেলার বাইপাস্থ দারুল উলূম কওমি মাদরাসার সভাকক্ষে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতি হিসেবে মাওলানা বেলায়েত হোসেন ও হাফেজ মুফতি জাকারিয়া আদনান খানকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। কমিটির সিনিয়র সহসভাপতি মো. আহসান হাবিব সোহাগ, সহসভাপতি জয়নাল আবেদিন, নেছার উদ্দিন, নজির আহম্মেদ, মুফতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মুফতি ফয়জুল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন জেলা হেফাজতের সভাপতি গালুয়ার পীর আব্দুর রহিম খান এবং সঞ্চালনায় ছিলেন মুফতি নুরুল্লাহ আশ্রাফী পীর তালগাছিয়া। এ ছাড়াও জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
রফিকুল ইসলাম/এমজে